Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

পাতা

ইউনিয়ন ডিজিটাল সেন্টার

 

নতুন নামে যাত্রা শুরু করছে ডিজিটাল বাংলাদেশের কর্মকান্ড। এখন থেকে ডিজিটাল সেন্টার নামে দেশের সকল ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র , পৌর তথ্য ও সেবা কেন্দ্র এবং নগর তথ্য ও সেবা কেন্দ্র পরিচিত হবে।
ডিজিটাল সেন্টারের মাধ্যমে দেশের ডিজিটাল কর্মকান্ডকে আরো গতিশীল করা হবে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ২০২১ সালের মধ্যে দেশকে ডিজিটাল করার অংশ হিসেবে এ সব কাজ করা হবে। ২০১৮ সালের মধ্যে দেশব্যাপী অপটিক্যাল ফাইবার স্থাপন করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, ইন্টারনেটের উন্নয়নে আউটসোর্সিংয়ের মাধ্যমে আয়ের পরিমাণ ২৩ লাখ ডলার থেকে এখন ২শ মিলিয়ন ডলার হয়েছে। দেশের প্রতিটি স্কুলে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে। সেখান থেকে শিক্ষার পাশাপাশি প্রয়োজনীয় সেবা পাবে এলাকাবাসী। এছাড়া সেলফোনের মাল্টি ব্যবহার বাড়াতে যা যা প্রয়োজন, সবই করবে সরকার। দেশের কোটি মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করছে। প্রতি বছর বাড়ছে এক কোটি।

এখানে চারজন উদ্দ্যোক্তা দ্বারা পরিচালিত হয়ে আসছে।

 

01

 

উদ্দ্যোক্তা

পুরুষ

মোঃ ইউসুুফ আলী

01774511095

02

মহিলা

মর্জিনা বেগম

01946313954, 01755492036

 

03

 

অপেক্ষামান উদ্দ্যোক্তা

পুরুষ

মোঃ ইয়াছিন আলী

01724779468

04

মহিলা

সাবিনা ইয়াছমিন

01791824976

 

ছবি

ছবি


সংযুক্তি


সংযুক্তি (একাধিক)

8c4192ee2b75e8b2862f052186b72562.jpg 8c4192ee2b75e8b2862f052186b72562.jpg
23552adddec194a3e0de6e894b2a1c17.jpg 23552adddec194a3e0de6e894b2a1c17.jpg