Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

প্রকল্প

বিআরডিবি

 

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড

দেবীগঞ্জ,পঞ্চগড়।

০.

ক্রঃনং

অফিসের নাম

কার্যক্রমের বিবরণ

 

উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড,দেবীগঞ্জ,পঞ্চগড়।

ছবি

 

 

 

 

 

 

 

 

 

 

অফিস পরিচিতি

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার  কার্যালয়,দেবীগঞ্জ,পঞ্চগড়।

৪ (ক)

কি সেবা কিভাবে পাবেন

·        পল্লী বসবাসরত দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে শ্রেণী ও পেশা ভিত্তিক সংগঠন তৈরীতে সহযোগিতা দান।

·        উপকারভোগী সদস্যদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে উপজেলায় বাস্তবায়নাধীন আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যাবতীয় প্রকল্প/কর্মসূচী বাস্তবায়ন।

·        দরিদ্র জনগোষ্ঠীর স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে ক্ষুদ্র ক্ষুদ্র জমার মাধ্যমে নিজস্ব পুজি গঠনের সুযোগ সৃষ্টি।

·        উৎপাদনমুখী ও আয় বৃদ্ধিমূলক কর্মকান্ড বাস্তবায়নকল্পে ঋণ মঞ্জুরী,বিতরণ ও আদায় কার্যক্রম পরিচালনা।

·        আনুষ্ঠানিক সমিতির সদস্যদের নিবন্ধনের পর পরই এবং অনানুষ্ঠানিক দল গঠনের ৮ (আট) সপ্তাহ পর সদস্যদের ঋণ প্রদানের ব্যবস্থা গ্রহন।

·        উপকারভোগী সদস্যদের সামাজিক উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির জন্য চাহিদা ভিত্তিক প্রশিক্ষনের আয়োজন।

·        ইস্পিত জনগোষ্ঠীর নিরবিচ্ছিন্ন  উন্ন্য়ন নিশ্চিতকল্পে উপজেলার সকল কার্যক্রম তদারকীও পরিবীক্ষণ।

·        উপকারভোগী সদস্যদের অন্যান্য জাতি গঠনমূলক বিভাগের সেবা প্রাপ্তির লক্ষ্যে আন্তঃবিভাগীয় সমন্বয় সাধন।

·        সদস্যদের উৎপাদিত শস্যের ন্যায্য মূল্য নিশ্চিত করণের জন্য বাজারজাত করণ কার্যক্রম পরিচালনা।

·        কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সেচ যন্ত্র ব্যবস্থাপনা এবং পরিবেশ উন্নয়নকল্পে বৃক্ষরোপন,স্যানিটেশনসহ নানামুখী সম্প্রসারণ মূলক কার্যক্রম পরিচালনা।

 

 

 

 

 

 

৪ (খ)

সেবা পাবার ধাপ

·        প্রাথমিক সমিতি/দল গঠন,ঋণগ্রহনে পরামর্শ প্রদান।

·        সদস্যদের শেয়ার,সঞ্চয় আমানত গ্রহনের মাধ্যমে পুঁজি গঠন।

·        সমিতির সদস্যগণকে সহজ শর্তে কৃষি উৎপাদন ও কৃষি উপকনণের জন্য ক্ষুদ্র ও মধ্যম মেয়াদী ঋণ প্রদান।

·        সোনালী ব্যাংকের মাধ্যমে কৃষি ঋণ ও আর্বতক ক্ষুদ্র ঋণ প্রদান।

·        আনুষ্ঠানিক সদস্যদের নিবন্ধনের পর  পরই এবং অনানুষ্ঠানিক দল গঠনের ৮ (আট) সপ্তাহ পর সদস্যদের ঋণ প্রদান।

·        কৃষকদের উৎপাদিত শস্য বাজারজাত করণের সুযোগ সৃষ্টি এবং ন্যায্যমূল্য প্রাপ্তিতে সহায়তা।

·        নারীর ক্ষমতায়ন ও নারী নেতৃত্ব বিকাশে সচেতেনতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য ক্ষুদ্র ঋণ প্রদান।

·        অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নাম মাত্র সেবা মূল্যের বিনিময়ে ঋণ প্রদান।

·        গ্রামীণ কৃষক দরিদ্র পুরুষ ও মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়নে সহযোগিতা প্রদান এবং গ্রামীণ নেতৃত্বের বিকাশ ও দেশের অর্থনৈতিক উন্নয়নে দরিদ্র জনগোষ্ঠীকে সম্পৃক্ত করন ও ঋণ প্রদান।

 

সিটিজেন চার্টার

·        প্রাথমিক সমিতি/দল (পুরুষ/মহিলা) গঠন,ঋণ প্রদান,পরামর্শ প্রদান ও এতদসংক্রান্ত  যাবতীয় তথ্য এবং ফরম সরবরাহ।

·        সদস্যদের শেয়ার ও সঞ্চয় আমানত সংগ্রহের মাধ্যমে নিজস্ব পুঁজি গঠন।

·        সমিতির সদস্যগণকে সহজ শর্তে কৃষি উৎপাদন ও কৃষি উপকরণের জন্য (সার,বীজ,কীটনাশক এবং সেচ যন্ত্রপাতি )ঋণ প্রদান।

·        সমন্বিত দরিদ্র্য বিমোচন কর্মসূচী (সদাবিক) পল্লী প্রগতি প্রকল্প (পপ্রপ্র) আদর্শ গ্রাম প্রকল্প -২, গুচ্ছগ্রাম প্রকল্প,আওতায় আনুষ্ঠানিক দল গঠন এবং উৎপাদনমুখী ও আয় বৃদ্ধিমূলক কর্মকান্ডের জন্য ঋণ প্রদান।

·        আনুষ্ঠানিক সদস্যদের নিবন্ধনের পর  পরই এবং অনানুষ্ঠানিক দল গঠনের ৮ (আট) সপ্তাহ পর সদস্যদের ঋণ প্রদান।

·        সমবায়ীদের উৎপাদিত শস্য বাজারজাত করণের সুযোগ সৃষ্টি এবং ন্যায্যমূল্য প্রাপ্তিতে সহায়তা।

·        নারীর ক্ষমতায়ন ও নারী নেতৃত্ব বিকাশে সচেতনতা

          বৃদ্ধি, নারী নির্যাতনরোধ এবং যৌতুক প্রথা নির্মূলে

           সচেতনতা সৃষ্টিতে সহায়তা।    

·        সদস্যদের বয়স্কশিক্ষা,স্বাস্থ্য,পুঁষ্টি ও পরিবার পরিকল্পনা ইত্যাদি বিষয়ে পরামর্শ ও সেবা।

·        বৃক্ষ রোপন ও স্যানিটেশন সম্পর্কে সচেতনতা বৃদ্ধিকল্পে পরামর্শ ও সহায়তা ।

·        অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নাম মাত্র সেবা মূল্যের বিনিময়ে ঋণ প্রদান।

·        গ্রামীণ দরিদ্র মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে সহযোগিতা  প্রদান এবং গ্রামীণ নেতৃত্বের বিকাশ ও দেশের অর্থনৈতিক উন্নয়নে দরিদ্র জনগোষ্ঠীকে সম্পৃক্ত করণ।

·        এ অফিসের কোন কর্মকর্তা/কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ থাকিলে উপজেলা পল্লী উন্ন্য়ন কর্মকর্তার নিকট উত্থাপন করা হলে তার প্রতিকার হবে।

·        উপজেলায় বসবাসরত যেকোন ব্যক্তিকে সেবা সংক্রান্ত তথ্য প্রদানে এ অফিস বদ্ধ পরিকর।

·        ঋণ বাবদ মঞ্জুরী কৃত সমুদয় টাকা বুঝে নিন। সমুদয় টাকা বুঝে না পেয়ে ঋণ বিতরণের সনদ পত্রে স্বাক্ষর করবেন না।

·        আজই আপনি উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার সাথে যোগাযোগ করে আপনার অর্থনৈতিক ও সামাজিক অবস্থা পরিবর্তনের সুযোগ নিন।

·        বিআরডিবি আপনার সেবায় নিয়োজিত।

 

গুরুত্বপূর্ন প্রকল্প

১। আবর্তক ঋণ কর্মসূচী ২। সমন্বিত দারিদ্র্য বিমোচন কর্মসূচী  (সদাবিক) ৩। পল্লী প্রগতি প্রকল্প (পপ্রপ্র)৪। আদর্শ গ্রাম প্রকল্প-২ ৫। অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের  আত্মকর্মসংস্থান কর্মসূচী  ৬। গুচ্ছগ্রাম প্রকল্প ৭। ‘‘একটি বাড়িএকটি খামার’’ প্রকল্প।

 

সাংগঠনিক কাঠামো

     ১।           উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা

 

    
 
 
  
 

 


সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা

 

 
 
 

 


জুনিয়ার অফিসার (হিসাব)

 

 
 
 

 


      ২। দেবীগঞ্জ ইউসিসি এ লিঃ (ব্যাংক ও আবর্তক ঋণ)

 

সভাপতি

 

 

 

 
 
 

 


   পরিদর্শক   হিঃ সহকারী    অঃ সহকারী   এম,এল,এস,&এস ও

                                                      নৈশ  প্রহরী

     

       ৩। কর্মসূচীঃ

 

 

ক) সমন্বিত দারিদ্র্য বিমোচন কর্মসূচী (সদাবিক) মাঠ সহকারী

খ) পল্লী প্রগতি প্রকল্প (পপ্রপ্র)                   গ্রাম সংগঠক

গ) আদর্শ গ্রাম প্রকল্প                             মাঠ সহকারী

ঘ) গুচ্ছগ্রাম প্রকল্প                                মাঠ সহকারী

ঙ) অস্বচ্ছল মুক্তিযোদ্ধা প্রকল্প            ক্রেডিট সুপারভাইজার

চ) ‘‘একটি বাড়ী একটি খামার’’ প্রকল্প

 

উপজেলা সমন্বয়কারী

 

 
 
 

 


কম্পিউটার অপারেটর কাম-হিঃ সহকারী      মাঠ সংগঠক

 

 

 

       

 

তথ্য প্রদানকারী কর্মকর্তা

 

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা,দেবীগঞ্জ,পঞ্চগড়

 

 

 

বিজ্ঞপ্তি

 

 

নাই

 

১০

যোগাযোগ

 

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকতার কার্যালয়,দেবীগঞ্জ,পঞ্চগড়।

মোবাইল নং-০১৭১৮৮৭৬৮৫৪

উপজেলা পল্লী ভবনে অফিস অবস্থিত

অবস্থানঃ দেবীগঞ্জ বাসষ্ট্যান হতে প্রায় ৫০০মিঃ দক্ষিণে হাইওয়ে সংলগ্ন।

উপজেলা পরিষদ,দেবীগঞ্জ,পঞ্চগড়।

 

 

                                                     (মোস্তফা শাহারিয়ার করিম)

                                                    উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা

                                                                  বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড

                                                                         দেবীগঞ্জ,পঞ্চগড়।